দলীয় প্রধানের পদ ছাড়লের তাইওয়ানের প্রেসিডেন্ট

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৭, ২০২২, ০৮:৪৯ এএম

দলীয় প্রধানের পদ ছাড়লের তাইওয়ানের প্রেসিডেন্ট

স্থানীয় নির্বাচনে হেরে দলীয় প্রধানের পদ ছাড়লের তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। শনিবারের নির্বাচনে ভালো ফল করতে পারেনি ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি (ডিপিপি)। আর তাই পরাজয়ে দায় মাথায় নিয়ে দলের নেতৃত্ব থেকে সরে গিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তাইওয়ানের স্থানীয় এই নির্বাচনে ইতোমধ্যে জয়ের সুবাতাস পাচ্ছে চীনপন্থী কুওমিনতাং (কেএমটি) পার্টি। ২১টি মেয়র পদের নির্বাচনে রাজধানী তাইপেসহ দলটি জিতেছে ১৩টি আসন। অন্যদিকে এখন পর্যন্ত ডিপিপি পেয়েছে মাত্র পাঁচটি আসন।

শনিবারের এই নির্বাচনকে স্থানীয় ভোট বলতে নারাজ সাই ইং-ওয়েন। তিনি এটিকে স্থানীয় নির্বাচনের চেয়ে বেশি কিছু বলে পুনর্ব্যক্ত করেছিলেন।

তিনি বলেছেন, ‘তাইওয়ান নির্বাচনে চোখ রয়েছে গোটা বিশ্বের। চীনের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে কীভাবে তাইওয়ান তার গণতন্ত্র রক্ষা করে ও দ্বীপটিকে তার এলাকা বলে দাবি করে তার জন্যই সবার নজর তাইওয়ানের দিকে। ’

এদিকে, কুওমিনতাং (কেএমটি) রক্ষণশীল একটি দল। ঐতিহ্যগতভাবে দলটিকে চীনপন্থী হিসাবে দেখা হয়। তারা চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পৃক্ততার পক্ষে। একই সঙ্গে চীনা ভূখণ্ডের সঙ্গে একীকরণের পক্ষে বলেও মনে করা হয়।

Link copied!