দাবানলে পুড়ছে কলোরাডো, নিহত ৩

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২, ২০২২, ১০:১৯ এএম

দাবানলে পুড়ছে কলোরাডো, নিহত ৩

যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলে অন্তত ৩ জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া দাবানলে এই হতাহতের ঘটনা ঘটেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই দাবানলে শত শত বাড়িঘর পুড়ে গেছে। অনেকে আহত হয়েছেন এবং ডেনভারের নিকটবর্তী রকিজের পূর্বদিকের ২টি শহর এবং তার আশপাশের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে।

বোল্ডার কাউন্টি শেরিফ জো পেলে এক সংবাদ সম্মেলনে বলেছেন, আমরা সৌভাগ্যবান যে একশজন নিখোঁজ হওয়ার তালিকা হয়নি। কিন্তু এটি দুঃখজনক যে এ ঘটনায় তিনজন নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছি।

নিখোঁজদের বিষয়ে এখনো বিস্তারিতভাবে কিছু বলা হয়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছেন, নিখোঁজদের মধ্যে একজনের বয়স ৯১ বছর।

দাবানলে বোল্ডার কাউন্টিতে ছয় হাজার একর জমি পুড়ে গেছে। এ ছাড়া কমপক্ষে এক হাজার বাড়ি পুড়ে গেছে। সেখানে এই দাবানল শুষ্ক অবস্থায় শুরু হয়েছিল। তবে তুষারপাতের কারণে বর্তমানে দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

এর আগে লুইসভিল এবং সুপেরিয়র শহরের প্রায় ৩০ হাজার লোককে স্থানীয় সময় গত বৃহস্পতিবার তাদের ঘর-বাড়ি ছেড়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। সেখানে ৯৯১টি বাড়ি আগুনে পুড়ে গেছে।

Link copied!