নিখোঁজের প্রায় চার সপ্তাহ পর অ্যামাজন জঙ্গল উদ্ধার ২ ভাই

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২২, ২০২২, ০৭:২৮ পিএম

নিখোঁজের প্রায় চার সপ্তাহ পর অ্যামাজন জঙ্গল উদ্ধার ২ ভাই

হারিয়ে যাওয়ার প্রায় চার সপ্তাহ পর ব্রাজিলের গভীর রেইনফরেস্ট থেকে উদ্ধার করা হল দুই আদিবাসী ভাইকে। অনেকে ধরে নিয়েছিলেন, এই শিশুদুটিকে হয়তো আর পাওয়া যাবে না। কিন্তু অলৌকিকভাবে তাদের সন্ধান মিলেছে। তাদের এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারি আমাজোনাস রাজ্যের ম্যানিকোরের কাছে জঙ্গলে ছোট পাখি ধরতে গিয়ে আট এবং ছয় বছর বয়সী গ্লোকো এবং গ্লিসন ফেরেইরা হারিয়ে যায়। স্থানীয় এক কাঠুরে মঙ্গলবার হঠাৎ তাদের খুঁজে পান। জঙ্গলে প্রায় একমাস কাটানোর পর অপুষ্টিতে ভুগছিল গ্লোকো ও গ্লিসন। হাসপাতালে চিকিৎসার পর তারা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

Amazon rainforest

ছেলে দুটি নিখোঁজ হওয়ার পর, এলাকার শত শত বাসিন্দা তাদের খুঁজতে মরিয়া হয়ে উঠেছিলেন। কিন্তু বর্ষাকালে আমাজনের জঙ্গলে কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া বেশ কঠিন। কারণ বর্ষাকালে জঙ্গলের বুকে হাঁটা এবং চলাফেরা করা বেশ কষ্টদায়ক। 

তাই দুই ভাইকে খুঁজে পাওয়া বেশ কষ্টসাধ্য ব্যাপার ছিল। স্থানীয় মিডিয়া আউটলেট আমাজোনিয়া রিয়েল জানাচ্ছে, অনেক খোঁজাখুঁজির পর গ্লোকো এবং গ্লিসনের খোঁজ না মেলায় ২৪ ফেব্রুয়ারি থেকে তাদের খোঁজা বন্ধ করে দেয় প্রশাসন। তবে স্থানীয়রা হাল ছাড়তে রাজি হয়নি। প্রায় চার সপ্তাহ পরে, পালমেইরা গ্রাম যেখানে ওই দুই ভাই বাবা-মায়ের সঙ্গে থাকতো সেখান থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে তাদের উদ্ধার করেন এক কাঠুরে। কাঠ কাটার সময়ে হঠাৎই এক বাচ্ছা ছেলের চিৎকার শুনতে পান ওই ব্যক্তি। কিছুদূর এগিয়ে দেখতে পান রেইনফরেস্টের মাটিতে শুয়ে রয়েছে দুই ভাই। তারা ক্ষুধার্ত এবং দুর্বল ছিল। তাদের ত্বকেও অনেক ক্ষত ছিল।

উদ্ধার হবার পর দুই ছেলে তাদের বাবা-মাকে বলেছিল যে তারা হারিয়ে যাওয়ার পর থেকে কিচ্ছু খায়নি, শুধুমাত্র বৃষ্টির পানি পান করে দিন কেটেছে তাদের। গ্লোকো এবং গ্লেসনকে প্রথমে ম্যানিকোরে একটি আঞ্চলিক হাসপাতালে পাঠানো হয়েছিল, পরে হেলিকপ্টারে করে মানাউসের অন্য হাসপাতালে তাদের স্থানান্তরিত করা হয়। আমাজন রেইনফরেস্টে মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়।

গত বছরের জানুয়ারিতে, পাইলট আন্তোনিও সেনা তার বিমানটি বিধ্বস্ত হয়ে যাবার পর ব্রাজিলের আমাজনে প্রত্যন্ত অঞ্চলে হারিয়ে গিয়েছিলেন এবং ৩৬ দিন পর তাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল। ২০০৮ সালে, স্থানীয় একজন আদিবাসী আমাজনের প্রত্যন্ত অঞ্চলে শিকারে গিয়ে হারিয়ে গিয়েছিলেন। ৫০ দিন পর যখন তাঁকে খুঁজে পাওয়া গিয়েছিল তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি।

সূত্র : বিবিসি

Link copied!