নেপালের পোখরায় ৭২ জন আরোহী নিয়ে কাঠমান্ডুগামী একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত ৬৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল পুলিশের বরাত দিয়ে এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে,রবিবার(১৫ জানুয়ারি) নেপালের পুরনো ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি কাঠমান্ডু থেকে পোখারা যাচ্ছিল।
বিষয়টি নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বরতৌলা এএফপিকে জানান, বিমানে ৬৮জন যাত্রী এবং ৪ জন ক্রু অবস্থান করছিলেন। উদ্ধারকাজ চলছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইয়েতি এয়ারলাইনস বা নেপাল সরকারের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কোনো তথ্য জানানো হয়নি। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা গেছে, দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়ছে এবং সেখানে আগুনও জ্বলছে।