নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২২, ১০:৫৩ এএম

নৌকা ডুবে ২৯ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় নৌকাডুবির ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে ওই নৌকাডুবির দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দা ও প্রাদেশিক গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।

সোকোতো প্রদেশের গভর্নর আমিনু তাম্বুওয়ালের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, নৌকাটিতে ৩৫ জন আরোহী ছিল। তাদের বেশিরভাগই নারী। দুর্ঘটনার পর প্রদেশটির ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের ডুবুরিরা ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হন।

প্রসঙ্গত, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় সোকোতো প্রদেশে প্রধানত মুসলিম জনগোষ্ঠী বসবাস করে থাকে এবং নৌকাডুবিতে মৃতদের দাফন সম্পন্ন হয়েছে।

দেশটিতে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে থাকে। এজন্য নৌকায় ধারণ ক্ষমতার বেশি যাত্রী বহন এবং নিরাপত্তা নিয়মের অভাবকে দায়ী করা হয়।

Link copied!