পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় বজ্রপাতে ২৬ জন নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৮, ২০২১, ০৭:১৭ পিএম

পশ্চিমবঙ্গে ২৪ ঘন্টায় বজ্রপাতে ২৬ জন নিহত

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের আবহাওয়া অফিস জানায়,গত কয়েকদিন ধরে প্রায় প্রতিদিন বিকেলের পর থেকে কলকাতাসহ একাধিক জেলায় বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি হচ্ছে। বৃষ্টির পরিমাণ হালকা থেকে মাঝারি হলেও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বজ্রপাত।

বজ্রপাতে রাজ্যের হুগলি জেলায় ১১ জন, মুর্শিদাবাদে নয়জন, বাঁকুড়ায় দুইজন ও মেদিনীপুরে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে পুরো রাজ্যে বজ্রপাতে মোট ২৬ জন প্রাণ হারিয়েছে।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, হুগলির খানাকুলে বাজ পড়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। খানাকুলে বজ্রাঘাতে মারা গেছে আরও দুইজন।

পোলবার দাদপুরে প্রাণ গেছে তিনজনের। তারকেশ্বরেও দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হরিপাল এবং সিঙ্গুরে একজন করে মারা গেছে। সব মিলিয়ে হুগলি জেলাতেই বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ১১ জন।

মুর্শিদাবাদের জঙ্গিপুরে বজ্রপাতে সাতজনের মৃত্যু হয়েছে। বহরমপুরে মৃত্যু হয়েছে আরও দুইজনের। সোমবার দুপুরে যখন ঝড়বৃষ্টি শুরু হয় সেই সময় অনেকেই জমিতে চাষের কাজে ব্যস্ত ছিলেন। আহত হয়েছেন সাতজন। তাদের জঙ্গিপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনাতেও দুটি পৃথক জায়গায় বাজ পড়ে মৃত্যু হয়েছে এক নারীসহ দুইজনের। মেদিনীপুরে ও বাঁকুড়ায় দুইজন করে মোট চারজন নিহত হয়েছে।

সূত্র: এএনআই।

 

Link copied!