পাঞ্জশিরে বিরোধীদের হামলায় ৮ তালেবান নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ১২:০৮ এএম

পাঞ্জশিরে বিরোধীদের হামলায় ৮ তালেবান নিহত

পাঞ্জশির প্রদেশে বিরোধীদের হামলায় তালেবানের ৮ সদস্য নিহত হয়েছে। সোমবার (৩০ আগস্ট) আফগানিস্তানের স্থানীয় সময় রাতে সংঘর্ষে এই ৮ তালেবান যোদ্ধা নিহত হন।

গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে। তবে পাঞ্জশির প্রদেশটি তারা এখনো নিয়ন্ত্রণে নিতে পারেনি। পাঞ্জশির ছাড়াও পার্শ্ববর্তী বাঘলান প্রদেশেও তালেবানের সঙ্গে বিরোধীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে।

আহমাদ মাসুদের নিয়ন্ত্রণাধীন পাঞ্জশির ন্যাশনাল রেসিসটেন্স ফোর্সের (এনআরএফ) মুখপাত্র ফাহিম দাসতি জানান, প্রথমে তালেবানরা পাঞ্জশির উপত্যকার পশ্চিম দিকের প্রবেশ পথে হামলা চালালে আমাদের যোদ্ধারা সেই হামলা প্রতিহত করে। প্রতিরোধের সময় ৮ তালেবান সদস্য নিহত হয় বলেও জানান তিনি। এছাড়াও আহতও হয়েছে বেশ কয়েকজন তালেবান সদস্য। তালেবান হামলায় পাঞ্জশির ন্যাশনাল রেসিসটেন্স ফোর্সের ২ জন সেনা আহত হয়েছে। তবে ৮ সদস্য নিহত হওয়ার বিষয়ে তালেবানদের পক্ষ থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

সাবেক সোভিয়েত বিরোধী আফগানিস্তানের প্রখ্যাত মুজাহিদিন কমান্ডার আহমাদ শাহ মাসুদের সন্তান ও পাঞ্জশির ন্যাশনাল রেসিসটেন্স ফোর্সের নেতা আহমাদ মাসুদ পাঞ্জশির উপত্যকায় নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছেন। আহমাদ মাসুদের নেতৃত্বে কয়েক হাজার যোদ্ধা রয়েছে। কয়েকদিন আগে আহমাদ মাসুদ জানান, তালেবানের সঙ্গে সমঝোতায় রাজি আছেন তিনি। তবে তার এলাকা আক্রান্ত হলে সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবেন বলেও জানান তিনি।

 আফগানিস্তানের ৩৪টি প্রদেশের ৩৩টিই নিয়ন্ত্রণ করে তালেবানের। কেবল পাঞ্জশির প্রদেশেই তারা কোন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি। ফলে এই প্রদেশটি তালেবানের নতুন শাসনামলে গোদের ওপর বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে।

 

Link copied!