পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৭, ২০২২, ১২:৫৪ এএম

পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

‘ইউক্রেনের বুচা শহরসহ দেশিটির বিভিন্ন স্থানে নৃশংসতা চালানোর' অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে আরও এক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ে মারিয়া পুতিনা এবং কাতেরিনা তিখোনোভার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

পাশাপাশি, রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্য হিসেবে রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের বিরৃুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা এসেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের স্ত্রী ও মেয়ের বিরুদ্ধেও।

মস্কোর বিরুদ্ধে বড় ধরনের আর্থিক নিষেধাজ্ঞারও ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। রাশিয়ার বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান সাবোরব্যাংক ও সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক আলফার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  

হোয়াইট হাউস জানিয়েছে, 'বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে আরও বিচ্ছিন্ন করতে' আগামীকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের  রাশিয়ায় বিনিয়োগের বিষয়ে নিষেধাজ্ঞা দেবেন।  

বৃহস্পতিবার মার্কিন ট্রেজারি 'গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান রাশিয়ান রাষ্ট্র মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের' তালিকা ঘোষণা করবে। এ তালিকাভুক্ত কোনো প্রতিষ্ঠানের সঙ্গে মার্কিন নাগরিকদের ব্যবসা নিষিদ্ধ ঘোষণা করা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস।

সূত্র: এএফপি

Link copied!