রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারি বাসভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। ইউক্রেন এই হামলা করেছে বলে মস্কো অভিযোগ করলেও কিয়েভ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
বুধবার প্রকাশিত কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ওই প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার পুতিনকে হত্যার উদ্দেশ্যে ওই ড্রোন হামলা হয়। এই হামলার জন্য রুশ প্রশাসন ইউক্রেনকে দায়ী করেছে। রাশিয়ার বেশ কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যম সংস্থার খবরে এ তথ্য উঠে এসেছে।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, রুশ কর্মকর্তারা জানিয়েছেন ড্রোন হামলায় রুশ নেতা পুতিন আহত হননি এবং ক্রেমলিন ভবনের কোনো বস্তুগত ক্ষতি হয়নি। রুশ কর্মকর্তারা কথিত ওই হামলাটিকে "সন্ত্রাসী" হামলা হিসাবে আখ্যা দিয়েছেন।
এদিকে, প্রেসিডেন্ট পুতিনকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা করা হয়েছে। মস্কো এই ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া প্রতিশোধ নেওয়ার অধিকার সংরক্ষণ করে বলেও ক্রেমলিন জানায়।
অপরদিকে, রুশ প্রেসিডেন্ট বাসভবনে ড্রোন হামলায় ইউক্রেনের ওপর দোষারোপ করা হলেও কিয়েভ এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।