পুলিশের গুলিতে আহত ওড়িশার মন্ত্রী মারা গেছেন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৩০, ২০২৩, ০৮:০৮ এএম

পুলিশের গুলিতে আহত ওড়িশার মন্ত্রী মারা গেছেন

ভারতের উড়িষ্যায় পুলিশের গুলিতে আহত রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাশ মারা গেছেন। রবিবার রাজ্যের ঝারসুগুন্ডা জেলার ব্রজরজনগর এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

মন্ত্রী নব কিশোর একটি রাজনৈতিক জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন। গুলিতে মারাত্মক আহত স্বাস্থ্যমন্ত্রী নব কিশোরকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়েছে তাঁর।

মন্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অ্যাপোলো হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছে, মন্ত্রীকে আইসিইউতে রেখে হৃদযন্ত্র সচল করতে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও তার জ্ঞান ফেরেনি এবং তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মন্ত্রী ঘটনাস্থলে গাড়ি থেকে পা বাইরে রাখা মাত্রই গোপাল দাশ তাঁকে গুলি করেন। পুলিশ জানিয়েছে, গোপাল দাশ কেন স্বাস্থ্যমন্ত্রীকে ‍গুলি করেছেন তার কারণ এখনো পরিষ্কার নয়। তদন্ত চলছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক।

Link copied!