পেলোসির সফর শেষ হতে না হতেই তাইওয়ানের চারপাশে চীনের মহড়া

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ১২:১৮ পিএম

পেলোসির সফর শেষ হতে না হতেই তাইওয়ানের চারপাশে চীনের মহড়া

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরের পর তাইওয়ানের চারপাশে সামরিক মহড়া শুরু করেছে চীন।বৃহস্পতিবার স্থানীয় সময় ১২টায় তাইওয়ানের চারপাশে ছয়টি এলাকায় লাইভ ফায়ার মহড়া শুরু হয়।

এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পেলোসির সফরের জবাবে চীন বৃহস্পতিবার থেকে তাইওয়ানের আশপাশে ধারাবাহিক সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এসব মহড়ার কয়েকটি দ্বীপের ১২ নটিক্যাল মাইল সমুদ্র ও আকাশ সীমার মধ্যেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছে তাইপের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

চীনের তাইওয়ান বিষয়ক দপ্তর বলেছে, “তাইওয়ানের স্বাধীনতাকামী, বহিরাগত শক্তির বিরুদ্ধে আমাদের শাস্তি যোক্তিক ও আইনসম্মত।”

চীনের বার্তা সংস্থা শিনহুয়া বলেছে, বেইজিংয়ের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে তাইওয়ানকে বৃত্তাকারে ঘিরে ছয়টি এলাকায় মহড়াগুলো শুরু হবে এবং এতে তাজা গুলিগোলা ব্যবহার করা হবে।

বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি অঞ্চলটি ছেড়ে যান। মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন। তাইওয়ান উপকূলে সামরিক মহড়া চালায় তারা।

Link copied!