এপ্রিল ১৪, ২০২২, ০৭:০৫ পিএম
দখলকৃত প্যালেস্টাইনের গাজা উপত্যকায় রমজান মাসকে ঘিরে বড় ধরণের অভিযান শুরু করতে যাচ্ছে ইসরায়েল। এ হুমকির কারণে গাজা উপত্যকার অধিবাসীরা নতুন করে আবারো যুদ্ধের আশংকার মধ্যে দিন কাটাচ্ছেন। জেরুজালেমের রাজনৈতিক বিশ্লেষক মাজেন জাবারি বলেছেন, সংকট ক্রমেই ঘনিভূত হচ্ছে।
গত বছর প্যালেস্টিনিয়ান কয়েক পরিবারকে তাদের বসতভিটা থেকে উচ্ছেদের পর ইসরাইলজুড়ে বিক্ষোভ করে প্যালেস্টাইনের লোকজন। এরপর থেকে নতুন একটি সংঘর্ষের আশংকা করা হচ্ছে। ২২ মার্চ থেকে ইসরাইলের ভেতরে প্যলেস্টিনিয়ানরা বেশ কয়েকটি হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো খবর দেয়। যেসব হামলায় ৩ পুলিশ কর্মকর্তাসহ ১৪ জন নিহত হয়। জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরাইলের নিরাপত্তা সদস্যদের অভিযানে ৩৬ জন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। যার মধ্যে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ইসরাইলের দখলকৃত পশ্চিমতীরের জেনিন এলাকায় দুই জন নিহত হয়েছেন। এর আগের দিন বুধবার নিহতদের মধ্যে ১৪ বছরের এক শিশু এবং একজন আইনজীবী ছিলেন।
জঙ্গি হামলার আশংকায় জেনিনের শরনার্থী ক্যাম্পগুলোতে অভিযান চালাতে পারে ইসরায়েলের সৈন্যরা। সেখানে প্যালেস্টাইন ইসলামিক জিহাদ (পিআইজি) এবং হামাসের জঙ্গিরা সক্রিয় রয়েছেন বলে গোয়েন্দাদের ধারণা। ১০ এপ্রিল পিআইজি এর এক মুখপাত্র হুমিয়ারী দিয়ে বলেন, শরনার্থী ক্যাম্পগুলো নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করলেও বড় ধরণের সংঘর্ষ শুরু হতে পারে।