সোমালিয়ার প্রেসিডেন্ট মোহামেদ আবদুল্লাহি মোহামেদ সোমবার দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মেদ হুসেইন রোবেলকে বরখাস্ত করার ঘোষণা দিয়েছেন। সোমবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমালিয়ার রাষ্ট্রপতি মোহামেদ আব্দুলাহি মোহামেদ বলেছেন, প্রধানমন্ত্রী হোসেইন রোবেলকে তার ক্ষমতা থেকে বরখাস্ত করা হয়েছে।
দেশটির সংসদ নির্বাচন নিয়ে দুই নেতার দীর্ঘদিন ধরে চলা দ্বন্দ্বের মধ্যেই এই বরখাস্তের ঘটনা ঘটলো। এদিকে এই বরখাস্তকে রাষ্ট্রপতির ‘পরোক্ষ অভ্যুত্থান’ বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার রাষ্ট্রপতি কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে ভূমি দখল মামলার তদন্তে প্রভাব খাটানোর অভিযোগ এনে বলা হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছেন এবং দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার পর থেকেই তার ক্ষমতা রহিত করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, দুর্নীতির তদন্তের জন্য নৌবাহিনীর কমান্ডারকেও বরখাস্ত করা হয়েছে এবং তাকেও তদন্তের আওতায় আনা হয়েছে।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় এক টুইটে এই বিবৃতিকে ‘আপত্তিকর’ মন্তব্য করে বলেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় ‘সামরিকভাবে দখলের’ এই প্রচেষ্টা আইনের লঙ্ঘন ছিল।