আফ্রিকা কাপ অব ন্যাশনসের একটি ম্যাচ দেখতে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনের পল বিয়া নামে একটি স্ট্রেডিয়ামে ঢোকার সময় দর্শনার্থীদের হুড়োহুড়িতে অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় সোমবার(২৪ জানুয়ারি) এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশত। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে অশঙ্কা করছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরুনের মধ্যাঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়া এসব তথ্য সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানিয়েছেন।
এপি জানায়, ভিডিও ফুটেজে দেখা গেছে, ক্যামেরুনের রাজধানী ইয়াওনডের পার্শ্ববর্তী এলাকার পল বিয়া স্টেডিয়ামে ঢোকার জন্য দর্শকেরা হুড়োহুড়ি করছেন।
করোনার সংক্রমণ মোকবিলায় দেশটিতে জারি করা বিধিনিষেধের কারণে ৬০ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটিতে ৮০ শতাংশ আসনে দর্শকদের অনুমতি দেওয়া হয়েছে। সে অনুযায়ী ৫০ হাজারের মতো দর্শক হওয়ার কথা।
বিবিসির আফ্রিকার প্রযোজক নিক ক্যাভেল ঘটনার সময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তিনি জানান, খেলা শুরুর আগে স্টেডিয়ামে প্রবেশে তাড়াহুড়ো করতে গিয়ে মানুষের চাপে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বেশি মৃত্যুর সংখ্যা বলছেন। যদিও তা নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে স্টেডিয়ামের ফটকে বহু মানুষের জুতা পড়ে আছে।
তবে এই মর্মান্তিক ঘটনার তদন্ত করা হচ্ছে বলে এক বিবিৃতিতে জানিয়েছে দ্য কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।হতাহতের ঘটনার পরও আফ্রিকা কাপের শেষ ষোলোর ম্যাচটি সম্পন্ন হয়। এতে পূর্ব আফ্রিকার দেশ কমোরসের বিরুদ্ধে ২-১ গোলে জয় পায় স্বাগতিক ক্যামেরুন।