প্রেসিডেন্ট পদে জয়ের হ্যাটট্রিক করলেন এরদোয়ান, অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৮, ২০২৩, ১১:৪৭ পিএম

প্রেসিডেন্ট পদে জয়ের হ্যাটট্রিক করলেন এরদোয়ান, অভিনন্দন জানাচ্ছেন বিশ্বনেতারা

তৃতীয়বারের মতো তুরস্কের প্রেসিডেন্ট পদে জিতে গেলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার দেশটিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বিজয়ী হন তিনি। এর আগের দুইবার জিততে তাকে এতটা বেগ পেতে হয়নি।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানাচ্ছে, ৯৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। আর তাতেই এরদোয়ানের জয় পরিষ্কার হয়ে গেছে। এরদোয়ান পেয়েছেন ৫২ দশমিক ১ শতাংশ ভোট। আর প্রধান বিরোধী জোটের প্রার্থী কামাল কিলিচদারওলু পেয়েছেন ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট। এতে এরদোয়ান বেসরকারি প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হলেন।

এরইমধ্যে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতারা। কাতারের আমির তামিম বিন হামাদ ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান এরদোয়ানের জয়ে শুভেচ্ছা জানিয়েছেন। এক টুইটে কাতারের আমির বলেছেন, প্রিয় ভাই আমার রিসেপ তাইয়েপ এরদোয়ান। আপনার বিজয়ে অভিনন্দন। নতুন মেয়াদে আপনার সাফল্য কামনা করছি।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান এক টুইটে ‘প্রশ্নহীন’ বিজয়ে এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন।

নির্বাচনের ফলাফলের পর নিজের শহর ইস্তাম্বুলে এক ভাষণে এরদোয়ান বলেছেন, জাতির পক্ষে রায় নিয়ে আমরা দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন শেষ করেছি।

ছাদ খোলা বাসের ওপর দাঁড়িয়ে উচ্ছ্বসিত সমর্থকদের উদ্দেশে এরদোয়ান আরও বলেন, সৃষ্টিকর্তার ইচ্ছায়, আমরা আপনাদের আস্থা রক্ষা করব।

গত ১৪ মে তুরস্কে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সে সময় প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীই ৫০ শতাংশ ভোট পাননি। ৪৯ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ের সবচেয়ে কাছাকাছি গিয়েছিলেন এরদোয়ান। এরপরই ছিলেন কেমাল কিলিচদারওলু। তাঁর ভোট ছিল ৪৪ দশমিক ৮ শতাংশ। ফলে ভোট দ্বিতীয় দফায় গড়ায়।

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এরদোয়ান। এর আগে ২০০৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এরদোয়ান এক সময় ইস্তাম্বুলের মেয়রও ছিলেন। 

Link copied!