প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে এরদোয়ানের শপথগ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

জুন ৩, ২০২৩, ০৯:১৪ পিএম

প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে এরদোয়ানের শপথগ্রহণ

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নিলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। রান অফ নির্বাচনের মাধ্যমে ঐতিহাসিক জয় পেয়ে দুই দশকব্যাপী শাসনামলের মেয়াদ বাড়ালেন আরও পাঁচ বছর। 

শনিবার (৩ জুন) মন্ত্রিসভার নাম ঘোষণা করবেন এরদোয়ান।

গত ২৮ মে শক্তিশালী বিরোধী জোটের বিরুদ্ধে নির্বাচনে জয় পান এই প্রভাবশালী নেতা। অর্থনৈতিক সঙ্কট, বিধ্বংসী ভূমিকম্প ও বিভিন্ন পশ্চিমা দেশের সমালোচনার পরও তাকে পরাজিত করা যায়নি। বিভিন্ন বিদেশি পরিসংখ্যান ও সমীক্ষাকে ভুল প্রমাণ করে তিনি আবারও তুরস্কের মসনদে আসীন হন ৬৯ বছর বয়সী এ নেতা।

মোট ভোটের ৫২. ১৮ শতাংশ পেয়েছেন এরদোয়ান। অপরদিকে তার প্রধান প্রতিপক্ষ কামাল কিলিকদারোগ্লু পেয়েছেন ৪৭.৮২ শতাংশ ভোট।

শনিবার তুর্কি পার্লামেন্টে শপথ গ্রহণ কার্যক্রম শেষ হওয়ার পর দেশটির রাজধানী আঙ্কারার প্রেসিডেন্ট প্রাসাদে এক জমকালো অনুষ্ঠান আয়োজিত হবে। 

সেখানে ২১ জন রাষ্ট্রপ্রধান, ১৩ জন প্রধানমন্ত্রী, অসংখ্য সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের প্রতিনিধি, অর্গানাইজেশন অফ তুর্কিক স্টেটস (ওটিএস), ন্যাটো, ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

সূত্র: আল-জাজিরা

Link copied!