ডিসেম্বর ১৯, ২০২২, ০২:৩৪ পিএম
লুসাইলে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে খেলা ৩-৩ গোলে সমতায় থাকার পর টাইব্রেকারে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে নতুন বিশ্বচ্যাম্পিয়ন হলো লে আল্বিসেলেস্তেরা। এই জয়ের ফলে দীর্ঘ ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা নিজেদের ঘরে তুলল লিওনেল স্কালোনির দল।
তবে আর্জেন্টিনার সঙ্গে এমন পরাজয় মানতেই পারছেন না ফরাসি সমর্থকরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য উঠে এসেছে।
রবিবার রাতে প্যারিসসহ ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে ফরাসী সমর্থকরা। উত্তেজিত ফুটবল ভক্তদের সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফ্রান্সের উত্তাল রাজপথের ছবি ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় রাস্তায় পার্ক করা গাড়ি এবং প্যারিসের রাস্তার দুই পাশের দোকানপাট ভাঙচুরের চেষ্টা করে বিক্ষোভকারীরা।
বিক্ষোভ ঠেকাতে ধড়পাকড়ও করেছে পুলিশ। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেপ্তারও করা হয়েছে।
ফ্রান্স সরকার ফাইনাল ম্যাচ দেখার জন্য প্যারিসে বা অন্য কোনও শহরে ‘জায়ান্ট স্ক্রিন’ বসানোর অনুমতি দেয়নি। ফলে সকলে এক জায়গায় জড়ো হয়ে বড় পর্দায় খেলা দেখা হয়নি। রবিবার ফাইনাল ম্যাচ দেখার জন্য শহরের নানা প্রান্তে বার কিংবা রেস্তরাঁয় জড়ো হয়েছিলেন মানুষ। কিন্তু তাঁরা স্বপ্নভঙ্গের সাক্ষী থেকেছেন। অধরা থেকে গেছে বিশ্বকাপ।
তবে ফাইনালের পর প্যারিসে আর্জেন্টিনার দূতাবাসের ছবিটা ছিল ভিন্ন। সেখানে বহু আর্জেন্টিনীয় সমর্থক জড়ো হয়ে ফাইনালের রুদ্ধশ্বাস জয় উদ্যাপন করেছেন।