ফ্লাইটে মালামাল ওঠাতে গিয়ে ঘুম, অতপর...

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৫, ২০২১, ০৩:২০ পিএম

ফ্লাইটে মালামাল ওঠাতে গিয়ে ঘুম, অতপর...

ভারতের মুম্বাই থেকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি যাবে ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজ। ফ্লাইটের কার্গো শাখায় মালামাল তুলছিলেন বিমান সংস্থাটির একজন কর্মী। এ কাজ করার একপর্যায়ে তিনি সেখানে ঘুমিয়ে পড়েন। ঘুম ভাঙার পর দেখতে পান, তিনি আবুধাবিতে।

এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের (ডিজিসিএ) কর্মকর্তারা আজ বুধবার (১৫ ডিসেম্বর) এসব তথ্য জানান। ডিজিসিএ কর্মকর্তারা জানান, গত রোববার ঘটনাটি ঘটে। বেসরকারি এয়ারলাইনস ইনডিগোর কর্মীদের একজন উড়োজাহাজে যাত্রীদের মালামাল তুলছিলেন। মালামাল তোলা শেষে কার্গো কম্পার্টমেন্টের এক পাশে তিনি ঘুমিয়ে পড়েন। এরপর কম্পার্টমেন্টের দরজা বন্ধ করে ফ্লাইটটি মুম্বাই বিমানবন্দর ছেড়ে চলে যায়।

এরপর ফ্লাইটটি আবুধাবি বিমানবন্দরে অবতরণ করলে বিমানবন্দর কর্তৃপক্ষ ইনডিগোর ওই কর্মীর মেডিকেল পরীক্ষা করান। পরীক্ষা শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজের কার্গো শাখায় মুম্বাই থেকে আবুধাবি গিয়ে পৌঁছানো ইনডিগোর ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি এখন স্বাভাবিক রয়েছেন।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, আবুধাবি কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পর একই ফ্লাইটেই তাঁকে যাত্রী হিসেবে মুম্বাইয়ে ফেরত পাঠানো হয়। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিজিসিএ কর্মকর্তারা।

Link copied!