বশিরকে আইসিসি’র কাছে হস্তান্তর করবে সুদান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১২, ২০২১, ০৮:৫৫ পিএম

বশিরকে আইসিসি’র কাছে হস্তান্তর করবে সুদান

আফ্রিকার দেশ সুদানের সাবেক স্বৈরশাসক ওমর আল বশিরসহ আরও কয়েকজনকে আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। সুদানের মন্ত্রিসভার এক বিবৃতির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র খবরে এ তথ্য জানানো হয়েছে।

সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে হাসেম আবু বকর আল জালি নামে সুদানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় বুধবার (১১ আগস্ট) মন্ত্রিসভায় বশিরসহ ওয়ান্টেড কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতের কাছে হস্তান্তর করার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। তবে হস্তান্তরের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

পাকিস্তানের গণমাধ্যম ডনের খবরে  বলা হয়, দরফুর সংঘাতের ঘটনায় তাদেরকে আইসিসির কাছে হস্তান্তর করার কথা জানিয়েছেন  দেশটির  পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আল-মাহদি।

সুদানে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য এক দশকের বেশি সময় ধরে আইসিসির ওয়ান্টেড তালিকায় রয়েছেন ৭৭ বছর বয়সী বশির।ওমর আল বশির ক্ষমতায় থাকাকোলে দেশটির দারফুর অঞ্চলে ২০০৩ সালে শুরু হওয়া সহিংসতায় প্রায় ৩ লাখ মানুষের মৃত্যু হয়। আর বাস্তুচ্যুত হয় ২৫ লাখ মানুষ।

২০১৯ সালে বিক্ষোভের মুখে তিন দশকের বেশি সময় ধরে থাকা বশির শাসনামলের অবসান ঘটে।  তিনি এখন রাজধানী খার্তুমের উচ্চ নিরাপত্তার কোবের কারাগারে রয়েছেন।

দারফুরে যুদ্ধাপরাধ ওমানবতাবিরোধী অপরাধের জন্য ২০০৯ সালে বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দ্য হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। পরবর্তী বছর গণহত্যার অভিযোগে তার বিরুদ্ধে আইসিসি আরেকটি পরোয়ানা জারি করে। তবে আইসিসির গ্রেপ্তার পরোয়ানার মধ্যেই সুদানের প্রতিবেশি বেশ কয়েকটি দেশ সফর করেন ওমর আল বশির।

Link copied!