এপ্রিল ৭, ২০২২, ০৯:৪৭ এএম
করোনা সম্পর্কিত সীমান্ত বিধিনিষেধ শিথিল করে বিশ্বের ১০৬ টি দেশের নাগরিকদের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে যাচ্ছে জাপান। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, আগামী শুক্রবার (৮ এপ্রিল) থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে জাপানের সরকার।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে বিশ্বের ১০৬টি দেশের নাগরিকরা জাপানে প্রবেশের অনুমতি পাবেন। তবে শুধুমাত্র পর্যটনের উদ্দেশ্যে বাইরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।
দেশটির সরকারি কর্মকর্তারাও জানিয়েছে, সীমান্ত বিধি-নিষেধ শিথিল করা মানেই পর্যটকদের জন্য সীমান্ত পুনরায় সম্পূর্ণরূপে খুলে দেয়া নয়।
আরেক সরকারি বিবৃতিতে জানা যায়, ১০৬ টি দেশের নাগরিকদের ওপর সীমান্ত বিধি-নিষেধ প্রত্যাহারের পরিকল্পনা করলেও ৫৬টি দেশের জন্য তা এখনও বন্ধ থাকবে।
২০২০ সালে মহামারির প্রথম দিকে জাপান বেশির ভাগ বিদেশি ভ্রমণকারীদের জন্য সীমানা বন্ধ করে দিয়েছে। সম্প্রতি দেশটিতে শুধু ছাত্র এবং ব্যবসায়ীদের জন্য সীমান্ত খুলে দিয়েছে। যদিও অন্যান্য অনেক উন্নত দেশ পর্যটকদের জন্য সীমান্ত আবার খুলে দিয়েছে।