মার্চ ৮, ২০২৩, ১১:৩৬ এএম
পূর্ব ইউক্রেনের ছোট তবে কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুতের দখল নিতে ইউক্রেনীয় বাহিনী ও রুশ বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ চলছে। এরই মধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় আরেক শহর লুহানস্কেও ভারি গোলাবর্ষন করছে বলে দেশটির এক সামরিক কর্মকর্তা জানিয়ছেন।
মঙ্গলবার লুহানস্ক অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান সের্হি হেইডের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের এই সামরিক কর্কর্তা বলেন, লুহানস্ক অঞ্চলে পরিস্থিতি কঠিন কিন্তু ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী এখনো সেখানকার নিয়ন্ত্রণ ধরে রেখেছে।
লুহানস্কের সবচেয়ে কঠিন এলাকা হিসেবে পরিচিত বিলোহোরিভকা এবং ক্রেমিনায় রুশ সেনারা ক্রমাগত ভারি গোলাবর্ষণ করে যাচ্ছে।
সের্হি হেইডে বলেন,রুশ বাহিনী আমাদের সেনাদের সরিয়ে স্টেলমাখিভকা, নেভস্কে পৌঁছানোর চেষ্টা করছে।স্টেলমাখিভকা ও নেভস্কে হল লুহানস্ক এবং খারকিভ অঞ্চলের সীমান্তের গ্রাম যেগুলো সেপ্টেম্বরে ইউক্রেনীয় বাহিনী পুনরুদ্ধার করেছিল।
ইউক্রেনের এই সামরিক কর্মকর্তা আরও বলেন, “এখন আরও গোলাগুলি হচ্ছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে, সম্প্রতি তাদের গোলাবারুদ সরবরাহ আরও বাড়িয়েছে। তারা ভারি আর্টিলারি ও ট্যাংক আক্রমণের সংখ্যা বেড়েছে।