বাসে জঙ্গি হামলায় ৩১ যাত্রী নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২১, ০১:৫৮ পিএম

বাসে জঙ্গি হামলায় ৩১ যাত্রী নিহত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে একটি যাত্রীবাহী বাসে জঙ্গিদের হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগেই নারী বলে জানা গেছে।  ওই হামলায়  আহত হয়েছেন আরও অনেকে।

ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার(৩ ডিসেম্বর) দেশটির মোপতি প্রদেশে এই হামলার ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, মোপতি প্রদেশের সংঘো গ্রাম থেকে বান্দিয়াগারা শহরের একটি বাজারের দিকে যাচ্ছিল বাসটি। সপ্তাহে দুই দিন এই রুটে যাত্রী পরিবহনের জন্য বাস চলাচল করে। পথে একদল সশস্ত্র জঙ্গি বাসটি থামিয়ে প্রথমে চালকের মাথায় গুলি করে তাকে হত্যা করে। পরে তারা গুলি চালিয়ে ৩১ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই মার্কেটে কাজ করতো বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

বাঙ্কাসের মেয়র মৌলায়ে গুইনদো বলেন, “কয়েকজন সশস্ত্র জঙ্গি বাসটি থামিয়ে বন্দুক নিয়ে হামলা করেছে। গুলিতে ৩১ যাত্রী নিহত হয়েছেন।”

যাত্রীবাহী বাসে হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। মালির যে এলাকায় হামলার ঘটনা ঘটেছে সেখানে উগ্র মৌলবাদী সংগঠন আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) তৎপরতা রয়েছে। তাই এ হামলার জঙ্গি গোষ্ঠীর  কাজ বলে ধারণা করছে মালি সরকার।  

Link copied!