বিরোধী ৮নেতাকে হত্যা করল আফগানিস্তানের তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২২, ২০২২, ০২:২১ পিএম

বিরোধী ৮নেতাকে হত্যা করল আফগানিস্তানের তালেবান

আফগানিস্তানে ক্ষমতাসীন সরকারের ঘোর বিরোধী গোষ্ঠীর নেতৃস্থানীয় আট নেতাকে হত্যা করেছে তালেবান। স্থানীয় পুলিশ জানিয়েছে, শুক্রবার দেশটির উত্তরাঞ্চলে গোলাগুলিতে তারা মারা যায়।

গত আগস্টে আশরাফ গনির সরকারকে উৎখাত করে আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। তখন তারা প্রতিরোধের মুখোমুখি হওয়ার কথা অস্বীকার করলেও এবার তাদের সশস্ত্র বিদ্রোহীদের মোকাবিলা করতে হচ্ছে বলে। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে এমনই তথ্য উঠে এসেছে।

তালেবান শাসনের বিরুদ্ধে ইতিমধ্যে দেশটিতে প্রতিরোধ শুরু হয়েছে। বালখ প্রদেশে প্রয়াত তালেবানবিরোধী কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা শুক্রবার লড়াই করেছে। ওই যুদ্ধে এনআরএফ এর ৮ নেতা নিহত হয়।

প্রাদেশিক পুলিশের মুখপাত্র আসিফ ওয়াজিরি বিষয়টি নিশ্চিত করে স্থানীয় গণমাধ্যমে বলেন, “তালেবানের সঙ্গে সরাসরি লড়াইয়ে এনআরএফের আট যোদ্ধা নিহত হয়েছেন। এছাড়া তাদের কাছ থেকে গোলাবারুদ ও মেশিন গানও জব্দ করা হয়েছে।”

তবে সংঘর্ষের বিষয়টি নিয়ে এনআরএফের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে আহমাদ মাসুদের সঙ্গে সপ্তাহদুয়েক আগে কথা বলেছেন তালেবান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মোত্তাকি। আহমাদ মাসুদ বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন।

প্রতিরোধ আন্দোলনের এক কর্মকর্তা বলেন, তালেবান ও এনআরএফের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তাদের মধ্যে আপসের কোনো সুযোগ নেই। গত বছর আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে সর্বশেষ প্রতিরোধ গড়েছিল মাসুদের এনআরএফ। তবে সেপ্টেম্বরে পানশির উপত্যকার পতন ঘটলে তারা পালিয়ে যান।

১৯৮০-এর দশকে সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে খ্যাতি অর্জন করে পানশির। ১৯৯০ সালে তারা তালেবানকেও রুখে দাঁড়িয়েছিল। পানশিরের সিংহখ্যাত আহমেদ শাহ মাসুদকে আল-কায়েদার যোদ্ধারা ২০০১ সালে ৯/১১ হামলার দুদিন আগে হত্যা করে।পরে তার ছেলে আহমাদ মাসুদ নির্বাসিত অন্যান্য আফগান নেতাদের সঙ্গে মিলে প্রতিরোধের দায়িত্ব নেন।

Link copied!