বেলারুশে জোরপূর্বক উড়োজাহাজ নামিয়ে সাংবাদিক গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৪, ২০২১, ০১:৩৬ পিএম

বেলারুশে জোরপূর্বক উড়োজাহাজ নামিয়ে সাংবাদিক গ্রেপ্তার

বেলারুশ সরকারের কঠোর সমালোচক হিসেবে পরিচিত দেশটির এক সাংবদিকককে গ্রেপ্তার করতে গ্রিস থেকে লিথুনিয়ার পথে থাকা একটি উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নামতে বাধ্য করার অভিযোগ উঠেছে।

দেশটির প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোর বিরোধীরা এই অভিযোগ করেন। বেলারুশের টেলিগ্রাম চ্যানেল নেক্সটা মেডিয়া নেটওয়ার্ক জানিয়েছে তাদের সাবেক সম্পাদক রোমান প্রোটাসেভিচকে আটক করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, রায়ানায়ার ফ্লাইট এফআর-৪৯৭৮ গ্রিসের এথেন্স থেকে রবিবার (২৩ মে) লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে যাচ্ছিল। কিন্তু লিথুনিয়া সীমান্তে পৌছাঁর আগে দিয়ে ফ্লাইটটিকে পূর্বদিকে ঘুরিয়ে বেলারুশের রাজধানী মিনস্কে নিয়ে আসা হয়। ফ্লাইটটিতে ১৭১ জন যাত্রী ছিল। তবে বোমা আতঙ্কে বিমানটি বেলারুশের রাজধানী মিনস্কে ঘুরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।  

৬৬ বছর বয়সী আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশ শাসন করছেন।গত বছর প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভের সময় শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে সরকার।

রয়টার্সের খবরে বলা হয়, প্রোটাসেভিচ একজন সাংবাদিক, ব্লগার, ফটোগ্রাফার এবং আন্দোলনকর্মীও। ২০১৯ সালে প্রোটাসেভিচ বেলারুশ ছেড়ে চলে যান এবং ২০২০ সালে নেক্সটার সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের খবর সংগ্রহ করেন।

এরপরই বেলারুশে তার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়। প্রোটাসেভিচকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এবং বেলারুশে তিনি মৃত্যুদণ্ডের মুখে আছেন।

নিন্দার ঝড়

জোরপূর্বক উড়োজাহাজ নামিয়ে সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় বেলারুশ সরকারের প্রতি নিন্দা জানিয়ে ইউরোপীয় দেশগুলো বেলারুশের বিরুদ্ধে রাষ্ট্রীয় সন্ত্রাসের অভিযোগ করেছে এবং শাস্তি দাবি করেছে। 

গ্রিস এবং ফ্রান্সও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, যাত্রীবাহী উড়োজাহাজ ছিনতাই করা নজিরবিহীন রাষ্ট্রীয় সন্ত্রাস, এর সাজা পেতেই হবে। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নেটো মহাসচিবও এ ঘটনাকে ‘মারাত্মক ও বিপজ্জনক’ বলে বর্ণনা করেছেন।

অন্যদিকে, বেলারুশের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন পরিপন্থি উল্লেখ করে এর কঠোর শাস্তি দাবি করেছেন লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী।  

 

 

Link copied!