ব্যাংককে ভবন ধসে নিহত ৫

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২১, ১১:৫৪ এএম

ব্যাংককে ভবন ধসে নিহত ৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের পার্শ্ববর্তী একটি তিন তলা ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছেন।

রয়টার্সের খবরে জানা যায়, স্থানীয় সময় শনিবার (৩ এপ্রিল) সকালে ভবনটিতে আগুন লাগে। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রাণ হারান কমপক্ষে ৫ জন। তবে ভবনটিতে আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ধোঁয়াশা ও কংক্রিটের ধুলার মেঘের মধ্যে ঝলসে ওঠা কালো রংয়ের ভবনটি ভেঙে পড়ছে। দেয়াল বেয়ে ঘনিষ্ঠভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি নজরদারি করতে গিয়ে ফায়ার সার্ভিসের এক কর্মী নিখোঁজ হলেও অবশেষে তিনি ওই ভবনের ধ্বংসাবশেষ থেকে বেড়িয়ে আসতে সক্ষম হন।

উদ্ধারকাজে অংশ নেওয়া এক ফায়ার সার্ভিসের আরেক কর্মী যিনি ওই ভিডিও ধারণ করে তার ফেসবুকে পোস্ট করেছেন, তিনি রয়টার্সকে বলেন, ‘কিছু যে ভেঙে পড়ছে তার শব্দ আমি শুনছিলাম এবং কয়েক সেকেন্ডের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ে।’ অবকাঠামো খুব দুর্বল হওয়া উদ্ধারকর্মীদের সেখান থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

দেশটির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী অগ্নিকাণ্ড ও ভবন ধসের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন সেখানকার বাসিন্দা এবং বাকি চারজন হলেন উদ্ধারকর্মী। সন্ধ্যায় জীবিতদের উদ্ধার অভিযান বন্ধ করা হয়।

 

Link copied!