ভারতসহ ১৬ দেশে ভ্রমণে সৌদি আরবের নিষেধাজ্ঞা জারি

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৩, ২০২২, ১০:০২ এএম

ভারতসহ ১৬ দেশে ভ্রমণে সৌদি আরবের নিষেধাজ্ঞা জারি

করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় ভারতসহ ১৬টি দেশে ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব।

অন্যদেশগুলো হলো-লেবানন, সিরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, ইয়েমেন, সোমালিয়া, ইথিওপিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, লিবিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, আর্মেনিয়া, বেলারুশ ও ভেনিজুয়েলা।

গত শনিবার সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট (জাওয়াজাত) এ তথ্য জানিয়েছেন বলে সৌদি গেজেটের খবরে বলা হয়।

এসব দেশগুলোর মুসলমানরা যখন  হজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিক তখনি সৌদি সরকারের এই নিষেধাজ্ঞায় অনেকের  কপালে চিন্তার ভাঁজ পড়লো।

গত শনিবার দ্য জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানায়, কোভিড -১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে ১৬টি দেশের নাগরিকদের ওপর নতুন এই ভ্রমণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বৃদ্ধির পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো।

বার্তা সংস্থা সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, জেনারেল ডিরেক্টরেট অব পাসপোর্ট জানিয়েছে- যেসব সৌদিরা অ-আরব দেশগুলোতে ভ্রমণ করতে চান, তাদের পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাসের বেশি হতে হবে।

সংস্থাটি আরও জানায়, আরব দেশগুলোতে ভ্রমণের জন্য পাসপোর্টের মেয়াদ তিন মাসের বেশি হতে হবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদির বাইরে ভ্রমণ করতে চাওয়া দেশটির নাগরিকদের জন্য কয়েকটি শর্ত আরোপ করেছে। সেগুলো হলো- তাদেরকে কোভিড-১৯ ভ্যাকসিনের তিনটি ডোজ নেওয়া থাকতে হবে। চিকিৎসার জন্য ভ্যাকসিন নিতে পারেননি যারা, তাদের জন্য অবশ্য ছাড় রয়েছে। ১৬ এবং ১২ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া থাকতে হবে।

এদিকে, সংবাদমাধ্যম আল অ্যারাবিয়া জানায়, সৌদি আরবে এখনও মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো ব্যক্তি শনাক্ত হননি বলে জনসাধারণকে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেন, সৌদির স্বাস্থ্য খাত 'মাঙ্কিপক্সের' সন্দেহজনক নমুনাগুলো পর্যবেক্ষণ ও শনাক্ত করতে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

সূত্র: গালফ নিউজ, খালিজ টাইমস 

Link copied!