ভারতে হিজাব পরা নিয়ে সৃস্ট বির্তকে বন্ধ হয়ে যাওয়া বেশ কয়েকটি স্কুল খুলতে শুরু করেছে । দেশটির দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের উডুপিতে গত সপ্তাহে হিজাব পরে আসা কিছু শিক্ষার্থীকে শ্রেণীকক্ষে যেতে না দেওয়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।
কর্নাটকের যে সরকারী গার্লস স্কুল থেকে এ বিতর্ক তৈরি হয়েছিলো সেই স্কুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রাইমারী থেকে হাইস্কুলের ক্লাস খুলে দেওয়ার পর ওই এলাকার স্কুলগুলোর ২শ মিটারের মধ্যে ৫ জনের বেশি একসঙ্গে দাড়াতে দিচ্ছে না কর্তৃপক্ষ। তবে কলেজ ও বিশ্ববিদ্যালয় এখনো খোলা হয়নি।
বিধানসভা নির্বাচন চলমান থাকায় হিন্দু অধ্যুষিত ভারতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের পোশাককে টার্গেট করে ভারতের ক্ষমতাসীন মোদি সরকার রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারতের ৮০ শতাংশই হিন্দু ধর্মের অনুসারী। আয়েশা ইমতিয়াজ নামে উডুপির এক শিক্ষার্থী অভিযোগ করেছেন, ক্লাসে যাওয়ার আগে মুসলমান নারীদের হিজাব খুলতে বলা অপমানজনক।