ভারত প্রবেশে ৭ দিনের হোম কোয়ারেন্টিন নিয়মে শিথিলতা

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ১০, ২০২২, ০৪:২৪ পিএম

ভারত প্রবেশে ৭ দিনের হোম কোয়ারেন্টিন নিয়মে শিথিলতা

ভারত প্রবেশে ৭ দিনের হোম কোয়ারেন্টিনের যে নিয়ম ছিল, সেটা শিথিল হয়েছে। তবে বিদেশ থেকে কেউ সে দেশে গেলে পরবর্তী ১৪ দিন ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণে থাকতে হবে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নতুন গাইডলাইন অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে কেউ বিদেশ থেকে ভারত গেলে ১৪ দিন সেল্ফ মনিটরে (ব্যক্তিগত পর্যবেক্ষণ) থাকতে হবে। এর মধ্যে কোনো ভ্রমণকারীর করোনা উপসর্গ দেখা দিলে তাকে সেল্ফ আইসোলেশন যেতে হবে। একইসঙ্গে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে অবহিত করতে হবে।

ভারতে যেতে হলে ‘সুবিধা অ্যাপ’ এ একটি ফরম পূরণ করতে হবে। সেখানে টিকা নেওয়ার বিস্তারিত তথ্য দিতে হবে। ভারতে যাওয়ার আগে ৭২ ঘণ্টা আগে কোভিড পিসিআর টেস্ট করতে হবে। দুই ডোজ টিকাও নেওয়া থাকতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ৯ জানুয়ারি থেকে ভারতে কেউ গেলে ৭ দিন হোম কোয়ারেন্টিনের নির্দেশনা ছিল।

Link copied!