মহানবীকে অবমাননা: বিক্ষোভ থামাতে বললেন ভারতের মুসলিম নেতারা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৩, ২০২২, ০৯:২২ পিএম

মহানবীকে অবমাননা: বিক্ষোভ থামাতে বললেন ভারতের মুসলিম নেতারা

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ থামানোর আহ্বান জানিয়েছেন ভারতের ইসলামী নেতারা।

মহানবী (সা.)-কে নিয়ে মন্তব্যের জেরে গত সপ্তাহে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। এমন প্রেক্ষাপটে ইসলামি সংগঠনের শীর্ষ নেতারা এ আহ্বান জানালেন।

ভারতের ইসলামভিত্তিক জামায়াত-ই-ইসলামী হিন্দের নেতা মালিক আসলাম বলেছেন, ইসলাম নিয়ে সমালোচনা ও অবমাননাকর মন্তব্য করা হলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকা দরকার।

বিজেপি সরকার বলছে, নূপুর শর্মা বা নবীন কুমার জিন্দালের মন্তব্য দলীয় অবস্থান নয়। বিজেপি কোনো ধর্মের অবমাননাকে প্রশ্রয় দেয় না।

মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে গত সপ্তাহে ভারতের মুসলিম সম্প্রদায়ের বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়। সহিংসতার ঘটনায় দুজন নিহত হয়েছে। পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

Link copied!