মালদ্বীপেও বিক্ষোভের মুখে গোতাবায়া, এবার যেতে চান সিঙ্গাপুরে

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৪, ২০২২, ০৯:৩৭ এএম

মালদ্বীপেও বিক্ষোভের মুখে গোতাবায়া, এবার যেতে চান সিঙ্গাপুরে

ব্যাপক গণআন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। সামরিক বিমানে করে আশ্রয় নিয়েছেন দক্ষিণ এশিয়ার আরেক দেশ মালদ্বীপে। তবে মালদ্বীপে পৌঁছানোর পরই দেশটিতে বিক্ষোভের মুখে পড়েছেন প্রেসিডেন্ট গোতাবায়া। এবার সিঙ্গাপুরে যেতে চান গোতাবায়া।

মালদ্বীপ সূত্রের বরাত দিয়ে শ্রীলঙ্কান গণমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, বুধবার রাতে রাজাপাকসে ও তার স্ত্রী ইওমা রাজাপাকসে দুই নিরাপত্তা কর্মকর্তাসহ সিঙ্গাপুরে যাত্রা করার কথা থাকলেও নিরাপত্তার কারণে তারা নির্ধারিত বিমানে চড়েননি।

মালদ্বীপ থেকে সিঙ্গাপুরে যাওয়ার জন্য লঙ্কান প্রেসিডেন্টের জন্য সুরক্ষিত ব্যক্তিগত বিমান ভাড়া করার জন্য এখন আলোচনা চলছে।

বার্তাসংস্থা এএফপি বলছে, বিক্ষোভ ও গণআন্দোলনের মধ্যে পালিয়ে যাওয়া শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বুধবার মালদ্বীপে বিক্ষোভের মুখোমুখি হয়েছেন। এদিন এই দ্বীপরাষ্ট্রটিতে বহু মানুষ তাকে নিরাপদ আশ্রয় প্রদান না করার আহ্বান জানান।

মূলত মালদ্বীপে বসবাতরত শ্রীলঙ্কান নাগরিকরাই এদিন প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে বিক্ষোভ করেন। বিক্ষোভের সময় প্রবাসী শ্রীলঙ্কানরা পতাকা ও প্ল্যাকার্ড বহন করেন এবং প্রেসিডেন্ট রাজাপাকসের নিন্দা জানান।

এর আগে, মঙ্গলবার প্রথমে বিমানে ও পরে নৌপথে দেশ থেকে পালাতে ব্যর্থ হন গোতাবায়া। অবশেষে মঙ্গলবার দিবাগত রাতে সামরিক বিমানে করে পালিয়ে মালদ্বীপে আসেন তিনি। এরপরই মালদ্বীপের জনগণ বিক্ষোভে নামেন।

Link copied!