মিশরের রাজধানী কায়রোয় একটি ভবন ধসে অন্তত ১৮ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেনা এ তথ্য জানিয়েছে।
কায়রো প্রশাসন এক বিবৃতিতে জানায়, প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা কক্ষকে রাত ৩:০০টায় একটি ভবন ধসের কথা জানানো হয়। এই ভবনে একটি বেসমেন্ট, একটি গ্রাউন্ড ফ্লোর ও উপরে নয় তলা ছিল।’ কায়রো প্রশাসনের প্রধান খালিদ আবদেল-আল জানান, এল-সালেম পাড়ার একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে জীবিত কেউ আটকা পড়ে আছেন কিনা তা উদ্ধারকর্মীরা খোঁজ করে দেখছেন। তিনি জানান, এ দুর্ঘটনায় অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
পুলিশ ধ্বংস্তূপের চারদিক ঘিরে রেখেছে। ভবনে থাকা লোকদের স্বজন ও কৌতূহলী লোকজন সেখানে ভীড় করে আছেন। বুলডোজার ব্যবহার করে ধ্বংসস্তূপ পরিষ্কারের চেষ্টা চালানো হচ্ছে। ভবন ধসের কারণ এখনো জানা যায়নি। আশপাশের ভবনগুলোর অবকাঠামোগত দৃঢ়তা যাচাই করতে প্রকৌশলীদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান আবদেল-আল।
মিশরে ভবন ধসের ঘটনা বিরল কিছু নয়। দেশটির মফস্বল শহর, নিম্নবিত্ত পাড়া ও গ্রামীণ অঞ্চলে দুর্বল অবকাঠামোর ভবন ব্যাপকভাবে বিস্তৃত। রিয়েল স্টেট কোম্পানিগুলো বেশি মুনাফার আশায় কায়রো ও আলেক্সান্দ্রিয়ার মতো শহরগুলোতে প্রায়শই ভবন নির্মানের নীতিমালা ভঙ্গ করে। তারা সরকারের অনুমোদন ছাড়াই প্রায়শ অতিরিক্ত তলা নির্মাণ করে।
সূত্র: ডেইলি নিউজ।