 
						
                            
                                                        মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের অঙ্গরাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন মাউরা হিলে। একই সাথে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম সমকামী গভর্নর হিসেবেও পরিচিতি পেলেন।

ডেমেক্র্যোট হিলি রিপাবলিকান প্রার্থী জিওফ দিয়েলকে পরাজিত করেছেন। নির্বাচনে জিওফকে সমর্থন দিয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস’র প্রতিবেদনে বলা হয়, প্রথম সমকামী গভর্নর নির্বাচিত করে ম্যাসাচুসেটসের ভোটাররা ইতিহাস গড়লেন।

এতে আরও বলা হয়, রিপাবলিকান প্রার্থী জিওফ ডাইহলকে ব্যাপক ভোটে হারিয়ে ডেমোক্রেট প্রার্থী মাওরা হিলে (৫১) জয়ী হয়েছেন। মাওরা ৬৩ শতাংশ ভোট পেয়েছেন। অপরদিকে, জিওফ পেয়েছেন মাত্র ৩৬ শতাংশ ভোট।

বর্তমানে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলে গণমাধ্যমকে বলেছেন, রাজ্যের গভর্নর হিসেবে তিনি এলজিবিটি-বিরোধী আইনের বিরুদ্ধে লড়াই করবেন। এদিকে, হিউম্যান রাইটস ক্যাম্পেইন মাউরা হেলির জয়ের প্রশংসা করে বলেছে, ‘আমাদের দেশের প্রথম সমকামী গভর্নরদের একজন হিসেবে তিনি শুধু সমতা-সমর্থক নীতির একজন চ্যাম্পিয়নই হবেন না, বরং সমগ্র সমকামী সম্প্রদায়ের জন্য একটি রোল মডেলও হবেন।’
 
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                     
                                                                                                                    