যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে ৫জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ জুন) সকালে দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের অ্যালবুকুরকি শহরে ৪ পর্যটক ও একজন পাইলটসহ নিয়ে বেলুনটি বিধ্বস্ত হয়ে একটি বৈদ্যুতিক তারের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যূ হয়।গুরুতর আহত অন্য পর্যটক হাসপাতালে নেওয়ার পর মার যান।
অ্যালবুকুরকি শহরের মেয়র টিম কেলার শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বেলুনে অবস্থান করাদের ৪ জন ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় অন্যজন।
তিনি আরও বলেন, নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তাদের একজন মার্টিন মার্টিনেইজ (৫৯)। তিনি অ্যালবুকুরকির সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন। অন্যজন হচ্ছেন মার্টিনের স্ত্রী মেরি মার্টিনেইজ (৬২)
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানান, যে ৫ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুইজন পুরুষ এবং দুজন নারী। এদের মধ্যে একজন পাইলট ছিলেন।
অ্যালবুকুরকি ফায়ার সার্ভিসের মুখপাত্র টম রুইজ অবশ্য বলেন, নিহতদের মধ্যে ৩ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন।
নিউ মেক্সিকো পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়, বেলুনটি ১০০ ফিট ওপর থেকে নিচে পড়লেও বৈদ্যুতিক তারের ওপর পড়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর শহরটিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন ১৩ হাজারের বেশি বাসিন্দা।
বেলুন দুর্ঘটনার বাজে রেকর্ড রয়েছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের। ২০১৬ সালে মর্মান্তিক বেলুন দুর্ঘটনায় যুক্তরাস্ট্রে ১৬ জন মারা যান। ২০১৩ সালে ব্রাজিলে মারা যায় ৩ জন। ২০১৩ সালে একই ধরনের ঘটনায় মিশরে ১৯ পর্যটকের মৃত্যু হয়।