গোলাগুলি যেন যুক্তরাষ্ট্রের প্রতিদিনকার ঘটনায় পরিণত হচ্ছে। কিছুদিন পরপরই গুলি করে হত্যার ঘটনা ঘটছে। এবার দেশটির নিউ জার্সি অঙ্গরাজ্যে গুলিতে প্রাণ গেল নারী কাউন্সিলরের।
সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে পুলিশের বরাতে এ ঘটনা জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় নিউ জার্সি অঙ্গরাজ্যের সায়ারভিলে ওই নারী কাউন্সিলরকে নিজ বাড়ির সামনে গাড়িতে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৩০ বছর বয়সী ওই নারী কাউন্সিলর যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির সদস্য। ২০২১ সালে দলটির পক্ষ থেকে নির্বাচিত হয়েছিলেন তিনি।
পুলিশ এখনো এই হত্যার কারণ জানতে পারেনি তবে ধারণা করছে এটি পরিকল্পিত হত্যা।
বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশটিতে ৪৪টি বন্দুক হামলার ঘটনা ঘটে। ২০১৪ সালের পর এবারই এমন অবস্থা হলো দেশটিতে।