যৌন হয়রানির অভিযোগ: ভুক্তভোগীকেই বরখাস্ত করলো আলিবাবা

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৩, ২০২১, ১০:১৯ এএম

যৌন হয়রানির অভিযোগ: ভুক্তভোগীকেই বরখাস্ত করলো আলিবাবা

সহকর্মী এবং গ্রাহকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা নারী কর্মীকে বরখাস্ত করেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।

এক চিঠিতে আলিবাবা জানিয়েছে, ওই নারী প্রতিষ্ঠানের সুনাম নষ্টের পাঁয়তারা হিসেবে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ সামনে এনেছেন।

এদিকে ওই নারীকর্মী বিবিসিকে বলেন, বসের বিরুদ্ধে অভিযোগ আনার পর আলিবাবা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। তাই আগস্টে বিষয়টি তিনি জনসম্মুখে নিয়ে আসেন।

তিনি বলেন, এক ব্যবসায়িক সফরে হোটেল রুমে তার সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। সেসময় তিনি মদ্যপ অবস্থায় রুমে শুয়ে ছিলেন আর এই সুযোগে তাকে ধর্ষণ করেন ওই কর্মকর্তা।

সে সময় ওই কর্মকর্তা চাকরি হারান কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ওই ঘটনার সঙ্গে জড়িত গ্রাহকও পুলিশি নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, আলিবাবার মতো প্রতিষ্ঠান এই অভিযোগের সুরাহা না করে ওই নারী কর্মীকে চাকরিচ্যুত করায় সমালোচনার ঝড় উঠেছে।

এর আগে আলিবাবার ওই নারী কর্মীর পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পরপরই করপোরেট জগতে যৌন নিপীড়নের বিষয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়। প্রথমে ব্যবস্থা না নিলেও সামাজিক যোগাযোগমাধ্যমে চাপের মুখে পড়ে আলিবাবা অভিযুক্ত ব্যবস্থাপককে চাকরিচ্যুত করে। সেই সঙ্গে আরও দুই জ্যেষ্ঠ নির্বাহী পদত্যাগ করেন।

Link copied!