রোমে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২১, ১০:৩০ এএম

রোমে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

বিশ্বে সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর নেতারা ১৬ তম সম্মেলনে মিলিত হচ্ছেন শনিবার (৩০ অক্টোবর)। দুইদিনব্যাপী এই সম্মেলনের আয়োজক দেশ ইতালি। দেশটির রাজধানী রোমে আরম্ভ হতে যাওয়া এই সম্মেলনে যোগ দিতে সদস্য দেশগুলোর নেতারা পৌঁছেছেন।

রোমে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০-এর শীর্ষ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রোমে পৌঁছেছেন। এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত।

বিশ্বের প্রধান প্রধান দেশের নেতারা এ সম্মেলনে অংশ জাপান, মেক্সিকো ও সৌদি আরবের রাষ্ট্রনেতারা নিলেও এ সম্মেলনে অংশ নিচ্ছেন না।

বিশ্বের মোট উৎপাদনের শতকরা ৯০ ভাগ নিয়ন্ত্রণ করা এই দেশগুলো বিশ্বে যত কার্বন নিঃসরণ হয়, তার ৮০ শতাংশের জন্যই দায়ী। আবার বৈশ্বিক তাপমাত্রা কমাতে এ দেশগুলোর ভূমিকাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে কারণেই গ্লাসগোতে আগামী রোববার (৩১ অক্টোবর) থেকে শুরু হতে যাওয়া কপ-২৬-এর আগে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের জি-২০ সম্মেলনের দিকে অনেকেই প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছেন।

এবারের কপ-২৬ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে প্রতি বছর দরিদ্র দেশগুলোকে ১০০ বিলিয়ন ডলার দিতে ধনী দেশগুলোর জন্য যে লক্ষ্যমাত্রা ঠিক করে দেওয়া হয়েছে, তা নিয়ে ব্যাপক আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

Link copied!