সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে জনগণের সেবা করবো, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজা তৃতীয় চার্লস

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২২, ০৮:৪৯ এএম

সম্মান, মর্যাদা ও ভালোবাসার সাথে জনগণের সেবা করবো, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাজা তৃতীয় চার্লস

সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে যুক্তরাজ্য ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন নতুন রাজা তৃতীয় চার্লস। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর গতকাল শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া তার প্রথম ভাষণে তিনি এ অঙ্গিকার করেন।

তৃতীয় চার্লস বলেন, পুরো রাজপরিবারের পক্ষ থেকে গভীর শোকের অনুভূতি নিয়ে তিনি কথা বলছেন, এবং তার মা যে অঙ্গীকার তার রাজত্বের সূচনায় করেছিলেন - সেই একই অঙ্গীকার তিনি নবায়ন করতে চান।

রাজা চার্লস বলেন, তিনি সম্মান, মর্যাদা এবং ভালোবাসার সাথে ব্রিটেন ও কমনওয়েলথের জনগণের সেবা করার অঙ্গীকার করছেন।

নতুন রাজা তৃতীয় চার্লসের এ ভাষণ সরাসরি টিভিতে সম্প্রচারিত হয় এবং লন্ডনের সেন্ট পল'স ক্যাথেড্রালে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের জন্য প্রার্থনা এবং স্মৃতিচারণ অনুষ্ঠানেরও অংশ ছিল এ ভাষণ। এ গির্জার দু'হাজার আসন সাধারণ জনগণের জন্য উন্মুক্ত ছিল।

সত্তর বছর সিংহাসনে থাকার পর রানি দ্বিতীয় এলিজাবেথ বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল দুর্গে মারা যান। তার পুত্র রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে অধিষ্ঠিত হবার মধ্য দিয়ে এখন ব্রিটিশ ইতিহাসের এক নতুন যুগের সূচনা হচ্ছে।

এর আগে লন্ডনে বাকিংহাম প্রাসাদে ফেরার পর সেখানে সমবেত বিপুল জনতা তাকে স্বাগত জানায়।

নতুন রাজা ১৫ মিনিট ধরে প্রাসাদের সামনে সমাগত মানুষের সাথে করমর্দন করেন। এসময় অনেকে যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত 'গড সেভ দ্য কিং' গাইতে থাকেন।

এর আগে, রাজা তৃতীয় চার্লস ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে প্রথমবারের মত সাক্ষাৎ দেন। পার্লামেন্টে প্রয়াত রানির প্রতি শ্রদ্ধা জানাতে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।

বাকিংহাম প্রাসাদসহ রাজকীয় বিভিন্ন বাসভবনের সামনে আজ(শুক্রবার) সারাদিন ধরেই অসংখ্য মানুষ ফুল দিয়ে প্রয়াত রানির জন্য শোক ও শ্রদ্ধা প্রকাশ করে।গির্জাগুলোতে ঘন্টাধ্বনি করা হয়। বিভিন্ন শহরে তোপধ্বনি করা হয়।সূত্র: বিবিসি

Link copied!