অর্থনৈতিক সংকটে জর্জরিত সিয়েরা লিওন অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশের জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ করতে শুরু করেছে। বিক্ষোভ দমন করতে গিয়ে নিহত হয়েছে অন্তত ২৭ জন। এরমধ্যে ৬ পুলিশও রয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গণমাধ্যমটি জানায়, সিয়েরা লিওনের অর্ধেক মানুষই দারিদ্র্যসীমার নিচে বসবাস। সম্প্রতি মৌলিক পণ্যের দাম বেড়ে যাওয়ায় ফ্রিটাউন শহরে রাস্তায় নেমে প্রতিবাদ করেছে সাধারণ মানুষ। এসময় একজন পুলিশ কর্মকর্তাকে বিক্ষুব্ধ জনতার ওপর গুলিবর্ষণ করে। এতে পুলিশসহ ২৭ জন নিহত হয়েছেন। সংঘর্ষের বেশ কিছু ছবিতে রাজধানীতে বিক্ষোভকারীদের পাথর নিক্ষেপ ও টায়ারে আগুন দিয়েছে।
স্থানীয় সময় বুধবার (১০ আগস্ট) রক্তক্ষয়ী ওই বিক্ষোভের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট সময়ের জন্য কারফিউ জারি করা হয়েছিল। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত কারফিউ বহাল রাখার সিদ্ধান্ত হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক উইলিয়াম ফায়িয়া সেল্লু বলেছেন, সহিংসতায় ফ্রিটাউনে দুজন এবং উত্তরাঞ্চলীয় কামাকওয়ি শহরে তিনজন ও মাকেনি শহরে একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। অপরদিকে ফ্রিটাউনে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া কামাকওয়ি শহরে চারজন এবং মাকেনিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।