সিয়েরা লিওনে মৃতের সংখ্যা বেড়ে ১০৮

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ১০:৩৫ এএম

সিয়েরা লিওনে মৃতের সংখ্যা বেড়ে ১০৮

আফ্রিকার দেশ সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৮ জনে। গুরুতর আহত হয়েছেন শতাধিক। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাদা।

আগুনে দগ্ধ শতাধিক মানুষকে ফ্রি টাউনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে বলে আশঙ্কা করছেন অনেকে।

স্থানীয় সময় শুক্রবার (৫ নভেম্বর) রাতে সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে একটি তেলবাহী ট্যাঙ্কারের সাথে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। সঙ্গেসঙ্গে ৪০ ফুট দীর্ঘ তেলের ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বাড়িঘর ও দোকানপাটে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, রাতেই উদ্ধার কাজ শুরু করে দমকল বাহিনী। ঘটনাস্থল থেকে অন্তত পাঁচ হাজার স্থানীয় অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

পশ্চিম আফ্রিকার এ শহরটিতে অন্তত ১০ লাখ মানুষ বসবাস করে। সম্প্রতি ভূমিধস, অগ্নিকাণ্ডসহ বেশ কিছু ঘটনার সাক্ষী হয়েছে শহরটি।

Link copied!