প্রচণ্ড শীতে জমে তুরষ্ক সীমান্তে ১২ অভিবাসনপ্রত্যাাশী মারা গেছেন। এ ঘটনার জন্য গ্রিস কর্তৃপক্ষকে দায়ী করেছে তুরস্ক। তবে মৃত্যুবরণকারীরা কোন দেশের নাগরিক তা জানাতে পারেনি তুরষ্ক। স্থানীয় সময় বুধবার তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোইলু এ অভিযোগ করেছেন।
তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, এসব অভিবাসনপ্রত্যাশীকে তুরস্ক সীমান্তের দিকে খালি পায়ে পাঠিয়েছিল গ্রিসের সীমান্তরক্ষীরা। তবে এ অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি গ্রিস কর্তৃপক্ষ।
এক টুইট বার্তায় তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গরম জামা ও জুতা খুলে নিয়ে ২২ অভিবাসনপ্রত্যাশীকে তুরষ্ক সীমান্তের দিকে পাঠিয়ে দেয় গ্রিসের সীমান্তরক্ষীরা। এদের মধ্যে ১২ জন প্রচণ্ড শীতে জমে গিয়ে মারা যায়। তবে এসব অভিবাসনপ্রত্যাশীর জাতীয়তা প্রকাশ করেননি তিনি।
প্রসঙ্গত, এর আগে গত মাসে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে শীতে জমে গিয়ে সাত বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশী মারা গিয়েছিল।