সুদানে কার্যক্রম স্থগিত করেছে বিশ্বব্যাংক ও এইউ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৮, ২০২১, ১০:১৫ এএম

সুদানে কার্যক্রম স্থগিত করেছে বিশ্বব্যাংক ও এইউ

আফ্রিকার দেশ সুদানে সামরিক অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশটিতে কার্যক্রম স্থগিতের ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার (২৭ অক্টোবর) বিশ্বব্যাংক এই ঘোষণা দেয়। সুদানের এই ঘটনার পরিপ্রেক্ষিতে আফ্রিকান ইউনিয়নও (এইউ) দেশটির সদস্যপদ স্থগিত করেছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন, সংস্থাটির এমন সিদ্ধান্তে কারণে মুখ থুবড়ে পড়তে পারে দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড।

সামরিক অভ্যুত্থানের জেরে অশান্ত দেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদোককে সেনাবাহিনী মুক্তি দিলেও বিক্ষোভ অব্যাহত আছে দেশটিতে।

আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, দেশটিতে নির্বাচন কেন্দ্রিক একটি অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ পুনঃপ্রতিষ্ঠার আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

এর আগে সোমবার সেনাবাহিনী ক্ষমতা দখলের পরপরই সংকট উত্তরণে সুদানের সামরিক ও বেসামরিক প্রতিনিধিদের অবিলম্বে সংলাপে বসার তাগিদ দিয়েছিল আফ্রিকান ইউনিয়ন। এর দুই দিনের মাথায়ই দেশটির সদস্যপদ স্থগিত করল সংস্থাটি।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলোর চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসলেও গত সেপ্টেম্বরে সামরিক কর্মকর্তাদের অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর থেকে দেশটিতে আবারও নতুন করে সংকট সৃষ্টি হয়।

Link copied!