মধ্যপ্রাচ্যের ইয়েমেনের একটি কারাগারে সৌদি আরব জোটের বিমান হামলায় অন্তত ৭০ নজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়ে হয়েছেন আরও শতাধিক। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, হুথি বিদ্রোহীরা ইয়েমেনের সরকারকে উৎখাত করার পর ওই সরকারকে ফের পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট।
সোমবার(১৭ জানুয়ারি) আবুধাবিতে হুথিদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন নিহত হওয়ার ঘটনায় পাল্টা প্রতিশোধ হিসেবে ইয়েমেনে ওই বিমান হামলা চালায় সৌদি সামরিক জোট।
হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল–মোতাওয়াক্কেল বলেন, ‘সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছেন। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। হামলায় আহত হয়েছেন আরও শতাধিক’।
হুথি বিদ্রোহীদের টেলিভিশন চ্যানেল আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহত ও আহতদের সন্ধানে কারাগারের ধ্বংস্তুপে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। আহতদের নিকটস্থ আল জামহুরি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা জানাতে পারেনি হুথি বিদ্রোহীদের ওই টেলিভিশন চ্যানেল।
এদিকে, ত্রাণকর্মীরা মার্কিন বার্তাসংস্থা সিএনএনকে জানা, ইন্টারনেট বিভ্রাটের কারণে ত্রাণ সংগঠনগুলো বিমান হামলার ব্যাপারে বিস্তারিত তথ্য জানতে হিমশিম খাচ্ছে।