হামলার জন্য চীন আকাশ ও সমুদ্রে মহড়া চালাচ্ছে: তাইওয়ান

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২২, ০১:২৬ পিএম

হামলার জন্য চীন আকাশ ও সমুদ্রে মহড়া চালাচ্ছে: তাইওয়ান

চীন হামলা চালানোর জন্য প্রস্তুতি নিতে দ্বীপটিকে ঘিরে আকাশ ও সমুদ্রে মহড়া চালাচ্ছে বলে জানিয়েছেন তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী জোসেফ উ।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তাইওয়ানে হামলা চালানোর জন্য প্রস্তুতির অংশ হিসেবে চীন তার মহড়া ও সামরিক কৌশল সাজিয়েছে উল্লেখ করে তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “তাইওয়ানের জনসাধারণের মনোবল দুর্বল করতে বড় ধরনের সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পাশাপাশি সাইবার হামলা, বিভ্রান্তিমূলক প্রচারণা ও অর্থনৈতিক নিগ্রহ চালানো হচ্ছে।”

এদিকে, হামলার আশঙ্কা থেকে প্রতিরক্ষামূলক গোলাবর্ষণের মহড়া চালিয়েছে তাইওয়ানের সামরিক বাহিনী।

প্রসঙ্গত, তাইওয়ানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে ঘিরে প্রচণ্ড ক্ষোভের প্রতিক্রিয়ায় গত সপ্তাহে দ্বীপটির চারপাশে বড় ধরণের মহড়া শুরু করে চীন।

Link copied!