হামলার বর্ষপূর্তির দিনেই ইউক্রেন পেল লিওপার্ড ট্যাঙ্ক

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ০২:২৫ পিএম

হামলার বর্ষপূর্তির দিনেই ইউক্রেন পেল লিওপার্ড ট্যাঙ্ক

রাশিয়া সেনাবাহিনীর হামলার এক বছর পূর্তির দিনেই প্রথম বারের মতো পোল্যান্ড থেকে অত্যাধুনিক লিওপার্ড ট্যাংক হাতে পেয়েছে ইউক্রেন। পোলিশ সরকার ইউক্রেনকে জার্মানির তৈরি চারটি লিওপার্ড-২ ট্যাঙ্ক সরবরাহের কথা নিশ্চিত করে আরও ট্যাঙ্ক পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, জার্মানি বলেছে, তারা ইউক্রেনকে আরো চারটি লিওপার্ড ট্যাংক সরবরাহ করবে। এতে তাদের সরবরাহ করা মোট ট্যাংকের সংখ্যা হবে ১৮।

 

গতকাল শুক্রবার জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দ্বিতীয় বছরে পড়েছে। যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। রাশিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে অর্থ, খনি এবং প্রতিরক্ষা খাত লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে রাশিয়ার যুদ্ধকে সমর্থনকারী ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচে সক্রিয় রুশ এবং তৃতীয় দেশের ২০০-র বেশি ব্যক্তি এবং সংস্থা। এছাড়া, শুক্রবার হোয়াইট হাউজ ইউক্রেনকে অতিরিক্ত ২০০ কোটি ডলার সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার জাতিসঙ্ঘ অবিলম্বে এবং নিঃশর্তভাবে রাশিয়ার সেনা প্রত্যাহারের দাবিতে একটি প্রস্তাব অনুমোদন করেছে।

Link copied!