৪ ‘অপহরণকারীর’ লাশ ঝুলিয়ে রেখেছে তালেবান

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২১, ১১:২২ এএম

৪ ‘অপহরণকারীর’ লাশ ঝুলিয়ে রেখেছে তালেবান

চার অপহরণকারীকে হত্যার পর তাদের লাশ প্রকাশ্যে ঝুলিয়ে রেখেছে তালেবান। শনিবার (২৫ সেপ্টেম্বর) আফগানিস্তানের হেরাতে বন্ধুকযুদ্ধে নিহত এই চারজনকে ক্রেনে করে শহরের বিভিন্ন স্থানে ঘুরিয়ে আনে তারা।  

স্থানীয় এক সরকারি কর্মকর্তার দাবী, অন্যদের এ ধরনের অপরাধ থেকে বিরত রাখতে ভয় দেখাতেই এমনটি করা হয়েছে।

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতে বন্দুকযুদ্ধে চার অপহরণকারীকে হত্যা করে তাদের মরদেহ প্রকাশ্যে ঝুলিয়ে রাখে। তালেবান কাবুল নিয়ন্ত্রণে নেয়ার পরপর এই প্রথম এমন কঠোর শাস্তির ঘটনা ঘটল। 

ডেপুটি গভর্নর, হেরাতের ডেপুটি গভর্নর শের আহমেদ বলেন, ‘আমরা হেরাতে থাকার পরও এখানকার লোকজন অপহরণের শিকার হচ্ছে। এটা খুবই দুঃখের বিষয়। তাই অন্য অপহরণকারীদের শিক্ষা দিতেই এই কাজ করা হয়েছে। চুরি, অপহরণ করলে শাস্তি পেতে হবে’।

এর আগে গত সপ্তাহেই তালেবানের এক শীর্ষ নেতা বলেছিলেন, অপরাধ বন্ধে অঙ্গচ্ছেদ ও মৃত্যুদণ্ডের মতো শাস্তি বিধান আবার চালু করবে তারা। 

এ ঘটনার পর তালেবানের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে কঠোর সমালোচনা শুরু হয়েছে।

Link copied!