২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামাতে একমত জি-৭

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৭, ২০২৩, ১২:২৬ পিএম

২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামাতে একমত জি-৭

পরবর্তী ২৭ বছর অর্থাৎ ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনা হবে বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের শীর্ষ সাত শিল্পোন্নত দেশের জোট জি-৭। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সম্মত হয়েছে এই জোট।

রবিবার (১৬ এপ্রিল) জাপানের সাপ্পোরো শহরে জি-৭ জোটের জ্বালানি ও পরিবেশ মন্ত্রীদের দুদিনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৈশ্বিক জ্বালানি এবং পরিবেশ নিয়ে জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরোতে জোটটির জ্বালানি এবং পরিবেশ মন্ত্রীদের দুইদিনের বৈঠক অনুষ্ঠিত হয়।

এই বৈঠকে ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন দূষণ শূন্যের কোটায় নামিয়ে আনার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও জীবাশ্ম জ্বালানির ওপর থেকে নির্ভরতা কমিয়ে দ্রুত সময়ের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার আরও বাড়ানো হবে বলে জানান তাঁরা। বৈঠক শেষে বিশ্বের সব দেশের সহযোগিতায় পরিবেশ উন্নয়নের কথা জানিয়েছে আয়োজক দেশ জাপান।

জাপানের পরিবেশমন্ত্রী আকিহিরো নিশিমুরা, ‘আমি বিশ্বাস করি যে, আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই বার্তা পৌঁছে দিতে সক্ষম হয়েছি যে, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত সমস্যাগুলোর প্রতি আমাদের প্রতিশ্রুতি অটুট।’

দেশটির অর্থ, বাণিজ্য এবং শিল্প বিষয়ক মন্ত্রী ইসুতোশি নিশিমুরা বলেন, ‘জি-৭ বৈঠকে আমরা ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন দূষণ শূন্যের কোঠায় নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমাদের সম্মিলিত লক্ষ্য। এ কাজে বিশ্বের একেক দেশের জন্য একেক ধরনের পরিকল্পনার প্রয়োজন হবে।’

উল্লেখ্য, জি-৭ ভুক্ত দেশগুলো বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী। তাই পরিবেশ সমস্যা সমাধান এবং কার্বন নিঃসরণ কমাতে এ শিল্পোন্নত দেশগুলোর উদ্যোগ কার্যকরী হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা।

Link copied!