সুইডেন সরকার কোরআন পোড়ানোকে মত প্রকাশের স্বাধীনতা মনে করলেও খোদ দেশটির অধিকাংশ নাগরিক পবিত্র ধর্মীয় গ্রন্থ প্রকাশ্যে পোড়ানোর বিপক্ষে মত দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এসভিটির পক্ষে করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আন্তর্জাতিক নীতি তৈরিকারী ও সামাজিক গবেষণাকারী প্রতিষ্ঠান ‘কান্তার পাবলিক’ দ্বারা পরিচালিত জরিপে দেখা গেছে, জনসমক্ষে যেকোনো ধর্মের পবিত্র গ্রন্থ পোড়ানো নিষিদ্ধ হওয়া উচিত বলে মত দিয়েছেন ৫৩ শতাংশ সুইডিশ। তবে ৩৪ শতাংশ বলেছে, এ ধরনের কাজে নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয়। জরিপে অংশ নেওয়া বাকি ১৩ শতাংশ ছিল সিদ্ধান্তহীন।
জরিপের ফলাফলে আরও দেখা যায়, গত বছরের ফেব্রুয়ারির তুলনায় ১১ শতাংশ বেশি সুইডিশ কোরআনসহ অন্যান্য ধর্মগ্রন্থ পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন।
কান্তার পাবলিকের মতামত বিভাগের প্রধান টোইভো সোজোরেন এসভিটিকে বলেন, সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এটি সুইডিশ নাগরিকদের মতকে প্রভাবিত করে থাকতে পারে।
কোরআন পোড়ানোর ঘটনায় ন্যাটোতে সুইডেনের সদস্যভুক্তিতে বাগড়া দিচ্ছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এ ঘটনার নিন্দা জানিয়েছেন।