৮ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৯, ২০২১, ১১:১৮ পিএম

৮ বছরের শিশুর বিরুদ্ধে ধর্ম অবমাননা মামলা

পাকিস্তানে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে আট বছরের এক হিন্দু ছেলেশিশুকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির ইতিহাসে এটি ধর্ম অবমাননায় সবচেয়ে কমবয়সীর বিরুদ্ধে মামলার ঘটনা। সোমবার (৯ আগস্ট) গার্ডিয়ানের  এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়েছে, অভিযুক্ত শিশুটির পরিবার ও স্থানীয় হিন্দু সম্প্রদায়ের অনেকেই পাঞ্জাবের রক্ষণশীল রহিম ইয়ার খান এলাকায় লুকিয়ে থাকছে। গত সপ্তাহে একদল মুসলিম স্থানীয় একটি হিন্দু মন্দিরে ভাঙচুরের পর তারা নিজ বাড়ি থেকে পালিয়েছিলেন। ছেলেটি জামিনে মুক্তি পাওয়ার ঘটনায় মন্দির ভাঙচুর করা হয়। উত্তেজনা নিরসন ও পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। মন্দিরে হামলার ঘটনায় শনিবার অন্তত ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শিশুদের বিরুদ্ধে অভিযোগ, গত মাসে শিশুটি ইচ্ছাকৃতভাবে স্থানীয় একটি মাদ্রাসার কার্পেটে মূত্রত্যাগ করেছে। পাকিস্তানের আইন অনুসারে, ইসলাম ধর্ম অবমাননার সাজা মৃত্যুদণ্ডও হতে পারে।

ছেলেটির পরিবারের এক সদস্য বলেন, শিশুটি ধর্ম অবমাননার বিষয় সম্পর্কে জানেই না। তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। সে এখনও জানেই না কোনটা ভুল আর সঠিক এবং কেন তাকে এক সপ্তাহ ধরে কারাগারে রাখা রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।

Link copied!