ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণ হারাল ১২ জন, নিখোঁজ ১৮

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৮, ২০২৪, ০৩:১২ পিএম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে প্রাণ হারাল ১২ জন, নিখোঁজ ১৮

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের অবৈধ একটি স্বর্ণের খনিতে ভারী বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে। এ ছাড়া আরও ১৮ জন নিখোঁজ রয়েছেন।

গত শনিবার দিনের শেষভাগে গরনতালো প্রদেশের বোন বোলাঙ্গো জেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। সোমবার (৮ জুলাই) এর সত্যতা নিশ্চিত করেছেন ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা। তিনি বলেন, “এখন পর্যন্ত আটজনের মরদেহ বের করে আনা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৮ জন। স্থানীয়রা বলছে, এ ঘটনায় ১২ জনের প্রাণহানি হয়েছে।”

দীর্ঘদিন ধরেই খনিজ পদার্থে সমৃদ্ধ দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপগুলোতে চলছে অনিবন্ধিত ও অবৈধ খনন কার্যক্রম। এসব জায়গায় নিরাপত্তা ছাড়াই স্থানীয়দেরকে স্বর্ণ খনন কাজ করতে হয়।

সূত্র: ভয়েস অব আমেরিকা

Link copied!