ইসরায়েলের হামলায় বিধ্বস্ত গাজা। ছবি: রয়টার্স।
গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধ প্রাণ কেড়ে নিয়েছে ১৩ হাজার ফিলিস্তিনির, যার মধ্যে সাড়ে ৫ হাজারই শিশু।
রবিবার (১৯ নভেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে এ তথ্য জানানো হয়।
চলমান এ সংঘাতে এখন পর্যন্ত ৩০ হাজার গাজাবাসী আহত হয়েছেন, যাদের মধ্যে ৭৫ শতাংশই নারী ও শিশু। এখনো নিখোঁজ ৬ হাজারের বেশি মানুষ নিখোঁজ।
ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকার মোট আবাসন ইউনিটের অন্তত ৬৬ শতাংশ ইসরায়েলি হামলায় বিধ্বস্ত অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৩ হাজার আবাসন ইউনিট পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। আর ২ লাখ ২৫ হাজার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে অধিকাংশ নিখোঁজ ব্যক্তিরা ধ্বংসস্তূপে চাপা পড়েছেন।
অন্যদিকে গাজার ২৫টি হাসপাতাল ও ৫২টি চিকিৎসাকেন্দ্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরায়েল। অন্যদিকে ৮৩টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে আর ১৬৬টি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময়ে তিনটি গির্জাতেও হামলা চালিয়েছে ইসরায়েলিরা।
গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এর জবাবে প্রায় দেড় মাস ধরে গাজায় অব্যাহত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা।